১। মাদক সংশ্লিষ্ট মামলায় রাসায়নিক পরীক্ষার রিপোর্ট প্রাপ্তি:
ক) রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরিত নমুনার মোড়ককরণে সঠিক পদ্ধতি নিশ্চিতকরণ।
খ) নমুনা প্রেরণে এখতিয়ার সম্পন্ন আদালতের অনুমতি নেওয়া।
গ) নমুনা প্রেরণের ফরওয়ার্ডিং এ নমুনা প্রেরণকারীর নাম, পরিচিতি নং, পদবী ও কার্যালয়ের নাম সঠিকভাবে লিপিবদ্ধকরণ।
ঘ) নমুনা প্রেরণের ফরওয়ার্ডিং এ নমুনা বাহকের নাম, পরিচিতি নং ও পদবী সঠিকভাবে লিপিবদ্ধকরণ।
ঙ) নমুনা সীলগালায় অধিদপ্তর/ প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত ব্রাশ সীল ব্যবহার করা।
চ) নমুনা প্রেরণের ফরওয়ার্ডিং এ মামলা নং ও আসামীর নাম সঠিকভাবে লিপিবদ্ধ করা।
ছ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (২০১৮ সনের ৬৩ নং আইন) এর ধারা ৬৮ এর উপধারা (০২) এর দফা (খ), ধারা ২৬ এর সহিত পঠিতব্য বাজেয়াপ্তযোগ্য বস্তু। আটক, ব্যবস্থাপনা ও নিষ্পত্তিকরণ বিধিমালা, ২০২২ যথাযথভাবে অনুসরণ করা।
২। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্তৃক উৎপাদিত নমুনা, ডিস্টিলারীসমূহের উৎপাদিত দেশী মদ/ ডিএস এর মান পরীক্ষণ এবং ওয়্যারহাউসসমূহের পানি ও হাইড্রোমিটার পরীক্ষণের রিপোর্ট প্রাপ্তি:
ক) মহাপরিচালক/মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে নমুনা প্রেরণ।
খ) রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরিত নমুনার মোড়ককরণে সঠিক পদ্ধতি নিশ্চিতকরণ।
গ) নমুনা প্রেরণের ফরওয়ার্ডিং এ নমুনা প্রেরণকারীর নাম, পরিচিতি নং, পদবী ও কার্যালয়ের নাম সঠিকভাবে লিপিবদ্ধকরণ।
ঘ) নমুনা প্রেরণের ফরওয়ার্ডিং এ নমুনা বাহকের নাম, পরিচিতি নং ও পদবী সঠিকভাবে লিপিবদ্ধকরণ।
ঙ) নমুনা সীলগালায় অধিদপ্তর/ প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত ব্রাশ সীল ব্যবহার করা।
চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (২০১৮ সনের ৬৩ নং আইন) এর ধারা ৬৮ এর উপধারা (০২) এর দফা (খ), ধারা ২৬ এর সহিত পঠিতব্য বাজেয়াপ্তযোগ্য বস্তু। আটক, ব্যবস্থাপনা ও নিষ্পত্তিকরণ বিধিমালা, ২০২২ যথাযথভাবে অনুসরণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS